Be a Trainer! Share your knowledge.
Home» Apps Review »যেকোনো এন্ড্রয়েড ডিভাইস রুট করুন।[Alpha to Android 11]
Share Post Link:


যেকোনো এন্ড্রয়েড ডিভাইস রুট করুন।[Alpha to Android 11]


নিচে স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল দিলাম কিভাবে করবেন রুট। (সম্পুর্ণ টিউটোরিয়াল,১০০% কাজ করবে) আসসালামু আলাইকুম।:) •Alpha থেকে Ginger bread যেভাবে রুট করবেন: যা যা লাগবে: •Framaroot >ডাউনলোড আর ইন্সটল করে ওপেন করুন আর Install superSU তে ক্লিক করুন। >তারপর expolit: boromir সিলেক্ট করুন। >তারপর রিস্টার্ট দেব। >তারপর ডিভাইস অন হলে SuperSU ডাউনলোড করবেন। শেষ রুট করা।:V •Jellybean To Lollipop যেভাবে রুট করবেন: যা যা লাগবে: •Kingroot V4.9.6 >তারপর kingroot এ ডুকে Root এ ক্লিক করবেন। রুট শুরু হবে।(কিছুক্ষণ সময় লাগবে) >100% দেখাইলে মোবাইল রিবুট দিবেন। কাজ শেষ। রুটেড:V •Marshmellow To Android 11: যা যা লাগবে: •SP Flash tool •Vcom driver •TWRP Or philz Custom recovery •Scatter file (only mediatek) >প্রথমে ড্রাইভার ইন্সটল দেন। >তারপর scatter file আর recovery ইমেজ নিয়ে একটি ফোল্ডার করুন (Folder name/Scatter and recovery img) >মোবাইল বন্ধ করুন। >ডাউনলোড মোডে যান। ( পাওয়ার বাটন আর ভলিউম ডাউন বাটন দিয়ে) >তারপর SP flash tool এ যান। > scatter loading এ ক্লিক করুন,আপনার Scatter টি সিলেক্ট করুন >Download এ ক্লিক করুন। >ফ্ল্যাশ হয়ে গেলে রিকভারি মোডে যান। >তারপর SuperSU/ Magiks Zip ফ্ল্যাশ দিবেন। শেষ,রুট হয়ে গেলো:V •Alternative way (যাদের কাস্টম রিকভারি নাই) (Snapdragon,mediatek, সব SoC) যা যা লাগবে: •Magiks manager •Adb minimal •স্টক বুট ইমেজ(From firmware) >এবার Magisk Manager এপ টা ওপেন করুন। >ইন্সটল এ যান > বুট ইমেজ যেখানে রাখছেন ওইটা সিলেক্ট করুন। >প্যাচ হয়ে যাবে। [নাম Patched_boot xxxxxxx আসবে কিন্তু আপনার সুবিধার্থে নাম Patched_boot করে নিয়েন।] •এখন Patched Boot.img টা ইন্সটল করবেন, করলেই রুট হয়ে যাবে। >প্রথমে আপনি ADB টা আপনার পিসিতে ইন্সটল করুন। (কিভাবে করবেন? নিচে লিংক) >patched_boot.img ফাইল টা আপনার পিসির Program Files (×86)> adb এ রাখুন। >তারপর Minimal Fastboot এপ টা ওপেন করুন >তারপর আপনার মোবাইল পিসির সাথে কানেক্ট করুন ইউ এস বি কেবল দিয়ে। >টাইপ করুন “adb devices” এন্টার চাপুন,মোবাইলে একটা পারমিশন যাবে Allow করে দিন। >তারপর টাইপ করুন ”adb reboot bootloader” এন্টার চাপুন, মোবাইল বুটলোডার এ যাবে। >টাইপ করুন fastboot devices” এন্টার চাপুন,Fastboot Mode এ যাবে। >তারপর টাইপ করুন “fastboot oem unlock” এন্টার চাপুন। >তারপর টাইপ করুন “fastboot flash boot patched_boot.img” এন্টার চাপুন। কাজ শেষ। মোবাইল অন করুন আর ম্যাজিক্স ম্যানেজার ইন্সটল করুন। রুটেড দেখাবে।;)ফাইলটা Download করে নিন(Important File এর লিংক দেওয়া আছে।
2021 ago 981 views [21-03-21 (15:38)]

About Author

leo
author

Tags:

No responses to যেকোনো এন্ড্রয়েড ডিভাইস রুট করুন।[Alpha to Android 11]

    Be first Make a comment.

Leave a Reply

Name:

Comment:

Smilies List
Back to top
Download Sunday Suspense New Episodes